লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের গুলিতে রফিকুল ইসলাম রফিক (৩২) নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২২ এপ্রিল) রাতে উপজেলার উত্তর গোপালরায় (বিদুয়ার মাল্লি) এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রফিক কালীগঞ্জের খামারভাতি এলাকার হাবিবুর রহমান হাবুর ছেলে। তার নামে কালীগঞ্জ, হাতীবান্ধা ও রংপুরের গঙ্গাচড়া থানায় মাদকের ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানিয়েছেন, রফিককে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তর গোপাল রায় এলাকায় আরও মাদক উদ্ধারে গেলে রফিকের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি চালালে সে দুই পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আটকের সময় রফিকের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
রবিউল হাসান/এমবিআর/এমকেএইচ