ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পানিতে ডুবে আফরিন (৫) ও আয়েশা (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আফরিন দুর্গাপুর গ্রামের ফারুকের মেয়ে ও আয়েশা আসাদনগর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা দুর্গাপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আফরিন ও আয়েশা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস