দেশজুড়ে

বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের প্রচারণার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের ইক্তারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে লিটন ও মুজিব নামে দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নাছিমা লুৎফর রহমানের বড় ভাই ও তার নির্বাচনী সমন্বয়ক মোশাহেদ হোসেন জানান, রাতে ইক্তারপুর গ্রামে গণসংযোগ করেন তারা। তবে গণসংযোগে প্রার্থী অংশ নেননি। গণসংযোগ শেষে ইক্তারপুর বাজারে চা পান শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে হামলা চালায় দুর্বৃত্তরা। বাজার থেকে কিছুদূর যাওয়ার পর ২০/৩০ জন দুর্বৃত্ত লাঠি-সোটা, রড ও দা নিয়ে গাড়িবহরে অতর্কিতভাবে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ৯টি গাড়ি ভাঙচুর করে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৮ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে লড়ার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নাছিমা লুৎফর রহমান। তিনি কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমানের স্ত্রী।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম