সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রৌহাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
কাজিপুর থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৪ এপ্রিল কাজিপুরের সোনামুখী দুলাল ভ্যারাইটি অ্যান্ড ইলেকট্রনিক দোকানে চুরি হয়।
চোরেরা মোবাইল ফোনসহ দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক দুলাল মিয়া থানায় অভিযোগ দেন। পরবর্তীতে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোকানে মালামাল সরবরাহকারী সোহান ফুডসের মনির হোসেন (২১) এবং শাহিন আলম (২৩) নামের দুই কর্মচারীকে আটক করা হয়।
তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। এরপর তাদের দেয়া তথ্যমতে, ভ্যানচালক কাজিপুরের রৌহাবাড়ি গ্রামের রফিকুল ইসলাম (২৮) ও শামীম মিয়াকে (২৫) আটক করা হয়।
কাজিপুর থানা পুলিশের ওসি (তদন্ত) গৌতম চন্দ্র মালী বলেন, দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করে আটক করা হয়েছে। পরে তাদের দেয়ার তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস