গাইবান্ধার সাঘাটা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
মঙ্গলবার বিকেলে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের নিজ বাসভবনের সামনে প্রায় ৮ হাজার গরিব-দুঃখী মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। নিজে উপস্থিত থেকে সবার মাঝে ঈদের পোশাক বিতরণ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, সমাজ ও রাষ্ট্রের সব বিত্তবানদের উচিত ঈদের আনন্দ ভাগাভাগি করতে গরিব-দুঃখী মানুষের জন্য কিছু করা। আমি তেমন কিছু করতে না পারলেও গরিব-দুঃখী মানুষকে কাছে ডেকেছি, তাদের সংস্পর্শ পাওয়ার চেষ্টা করেছি। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আজকের এই আয়োজন।
গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন- সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ উপজে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জাহিদ খন্দকার/এএম/জেআইএম