দেশজুড়ে

সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তিনি দলের বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

গত ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনেও তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে তার নাম ও প্রতীক যুক্ত থাকছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তারিফুজ্জামান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, জেলা আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রীনা পারভীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আগামী ১৮ জুন গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

এবারে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭হাজার ৪৮৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৯৬৭ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৫১৮ জন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম বলেন, ইতোমধ্যে সদর উপজেলা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস