লক্ষ্মীপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক অসহায়-গরিবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এ ঈদে অসহায়দের আশার আলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সুবিধাবঞ্চিত চরাঞ্চলের এতিমখানা, জেলে পল্লী, বেড়িবাঁধ ও গ্রামের হত দরিদ্রদের মাঝে গত একমাস ধরে বিভিন্ন সময় ঈদবস্ত্র বিতরণ করে আসছে স্বেচ্ছাসেবীরা। এদিকে নতুন জামা পেয়ে স্বাচ্ছন্দে ঈদ কাটাবে লক্ষ্মীপুরের হতদরিদ্র ও অসহায় মানুষগুলো।
এদিকে নির্বাচনের পর থেকে সাধারণ মানুষ কোনো জনপ্রতিনিধিকে পাশে পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে গেল বছর অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছিল মৌসুমী নেতারা। তবে এবার কোথাও তাদের দেখা মেলেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে’র উদ্যোগে রামগতি উপজেলার চর পোড়াগাছা দারুস সালাম এতিমখানার অর্ধ-শতাধিক ছাত্রকে নতুন পাঞ্জাবি দেয়া হয়েছে। আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে কমলনগর উপজেলার চরকালকিনি, চরসামছুদ্দিন ও চরমার্টিন ইউনিয়নের তিন শতাধিক শিশু ঈদবস্ত্র পেয়েছে।
সদর উপজেলার চন্দ্রগঞ্জে ৫ থেকে ১৮ বছর বয়সী ৪০ জনকে ঈদ পোশাক দিয়েছে পরিবেশবাদী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ। রায়পুর মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তুহিন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এতিম শিশুসহ ৮০ জনকে নতুন জামা দেয়া হয়েছে।
কমলনগরের মতিরহাট এলাকার বেড়িবাঁধ ও রায়পুরের মোল্লারহাট এলাকার দুই শতাধিক গরিব ও অসহায় শিশুকে নতুন জামা দিয়েছে অনলাইন ভিত্তিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রিয় জেলা লক্ষ্মীপুর। রামগঞ্জ ব্লাড ডোনার্সের উদ্যোগে শতাধিক মানুষকে শাড়ি-লুঙ্গি দেয়া হয়েছে। রায়পুর বাবুরহাট ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ১৫২ জনকে ঈদবস্ত্র দেয়া হয়েছে।
একইভাবে অগ্রযাত্রা ব্লাড ডোনার্স ক্লাব ও মাতাব্বরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে পুরো জেলায় অসহায়-গরিবদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
মাতাব্বরহাট ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুক বলেন, ঈদ মানে আনন্দ। এ আনন্দ শিশুদেরই বেশি। নতুন পোশাক, তাদের ঈদকে আরও বেশি আনন্দিত করবে। সমাজের অসহায় গরিব মানুষগুলোর সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজের এমন উদ্যোগ যত বাড়বে, তত অসহায় শিশুরা বেড়ে উঠবে অন্যদের মতো।
জানতে চাইলে মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তুহিন চৌধুরী বলেন, আমাদের মতো গরিব ও অসহায় মানুষগুলোরও ঈদ আছে। নতুন জামার অভাবে তাদের ঈদ আনন্দ ভেস্তে যাবে এটা মেনে নেয়া খুব কষ্টকর। এজন্য কয়েকজন অসহায় মানুষকে ঈদবস্ত্র দিয়েছি।
অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিয় লক্ষ্মীপুরের সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন, ঈদের দিন আনন্দ করার অধিকার সবার রয়েছে। অসহায় নদী ভাঙা মানুষগুলোও ঈদের দিন আনন্দ করবে এ প্রত্যাশা করি। প্রতি বছরই অসহায় শিশু-কিশোরদের সংগঠন থেকে ঈদবস্ত্র দিয়ে আসছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কাজল কায়েস/এমএএস/জেআইএম