দেশজুড়ে

হার্ডিঞ্জ ব্রিজে পাওয়া গেল যুবকের লাশ

পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ওপর থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন বুধবার সকালে হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্যরা টহল দেয়ার সময় ১৫নং গার্ডারের রেল লাইনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, অজ্ঞাত যুবকের গায়ে কালো-লাল রঙের ফুলশার্ট ও পরণে লুঙ্গি রয়েছে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় অসাবধানতাবশত ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে রেললাইনে পড়ে তার মৃত্যু হয়েছে। ঢাকা থেকে খুলনা অভিমুখী রাতের চিত্রা এক্সপ্রেসের ছাদ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম