বরগুনার আমতলী উপজেলায় বজ্রপাতে কাওসার মৃধা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই খাইরুল (৯)। বুধবার দুপুর ২টার দিকে আমতলী উপজেলার রায় বালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাওসার মৃধা আমতলী উপজেলার রায় বালা গ্রামের হাবিব মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় দুই ভাই ঈদের দাওয়াত খাওয়ার জন্য পার্শ্ববর্তী বাড়ি যাচ্ছিল। এ সময় বজ্রপাতে কাওসার মৃধার মৃত্যু হয় এবং খাইরুল গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএআর/এমএস