দেশজুড়ে

যাত্রীবাহী বাস খাদে ফেলে পালালেন চালক

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসু দেব সিনহা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১২ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় গাড়ির চালক পলাতক রয়েছেন।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর