দেশজুড়ে

নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৬ ঘণ্টা পর আসিফ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সাতানা বালুপাড়া এলাকায় করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মৃত আসিফ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ কলোনির বাসিন্দা স্বর্ণ ব্যবস্যায়ী পলাশ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আসিফ তার কয়েকজন বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর থেকেই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করতে থাকে। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পরে আসিফের মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার শর্মা জানান, করতোয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়া আসিফকে ৬ ঘণ্টা চেষ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পড়ে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

জাহিদ খন্দবার/এমবিআর/পিআর