দেশজুড়ে

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় আলকাছ মিয়া (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আব্দুর রাজ্জাক (২৯) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের শিমুলতলা এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাছ মিয়া উপজেলার ঝিনিয়া গ্রামের ওমর আলীর ছেলে। আহত আব্দুর রাজ্জাক একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, দুপুরে উপজেলার শিমুলতলা এলাকায় ওই দুই মোটরসাইকেল আরোহী গ্রামীণ সড়ক থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে ওঠেন। এসময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী মালবাহী একটি ট্রাক মোটরসাকেলটিকে চাপা দেয়। এতে চালক আলকাছ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পলতক রয়েছেন বলে জানান তিনি।

জাহিদ খন্দকার/এমবিআর/এমএস