দেশের জেলা সদরের সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড আছে মাত্র ২৫৬টি, আর সিসিইউ ৪২৩টি। তবে, জেলা হাসপাতালে নেই কোনো আইসিইউ ইউনিট।
বুধবার (২৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা এ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন দাখিলের পর সারা দেশের সদর হাসপাতালগুলোতে ৩০ বেডের আইসিইউ/সিসিউ ইউনিট স্থাপনের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ (২৬ জুন) এ আদেশ দেন।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. বশির আহমেদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মনির হোসেন কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।
এফএইচ/এমএমজেড/জেআইএম