দেশজুড়ে

গাইবান্ধায় আ.লীগ নেতার ভুয়া পিএস গ্রেফতার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, কৃষি ও সমবায় উপ-কমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিলের পিএস পরিচায় দানকারী নাসির খানকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার নাসির খান (২৫) সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। শুক্রবার (১২ জুলাই) নাসির খানকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, নাসির খান দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মির্জা আব্দুল জলিলের পিএস পরিচয় দিয়ে এসপি, ডিআইজিসহ বিভিন্ন অফিস-আদালতে প্রতারণা করে নিজের ফায়দা লুটছিলেন। এছাড়া পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে কয়েকটি সুপারিশও করেন তিনি। নাসিরের গ্রেফতারের খবরে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে।

জাহিদ খন্দকার/এমএসএইচ