নাইট ক্লাব থেকে মডেল ও অভিনেত্রী আটকপুলিশ এক নাইট ক্লাবে হানা দিয়ে তিন নারীর সাথে পুরুষ ম্যানেজারকে গ্রেফতার করে আদালতে চালান করে দিলো। বিচার শুরু হলে জজ মেয়েদের প্রফেশন লাইফ সম্পর্কে প্রশ্ন করে রায় দিচ্ছেন-প্রথম মেয়ে: স্যার, আমি একজন মডেল।জজ: তোমার তিন মাসের জেল।দ্বিতীয় মেয়ে: স্যার, আমি একজন অভিনেত্রী।জজ: তোমাকেও তিন মাসের দণ্ড দিলাম।তৃতীয় মেয়ে: স্যার, আমি কলগার্ল।জজ: তোমাকে বেকসুর খালাস দিলাম।
এবার জজ পুরুষ ম্যানেজারের দিকে তাকিয়ে- জজ: তা তোমার পেশা কী?ম্যানেজার: স্যার, আমিও কলগার্ল।
আরও পড়ুন > আজকের কৌতুক : একজনের স্ত্রী অন্যজনের সঙ্গে ঘোরে
****
বেশি কথা বলার কারণশিক্ষক: জনি, তুমি বড্ড বেশি কথা বল। জনি: কিচ্ছু করার নাই! এইটা আমাগো ফ্যামিলি ট্রাডিশন! শিক্ষক: মানে? জনি: মানে খুবই সোজা; আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে। শিক্ষক: আর বোন? জনি: আরেহ! উনি তো একজন মহিলা!
আরও পড়ুন > আজকের কৌতুক : বান্ধবীকে চুমু খেতে গিয়ে সর্বনাশ
****
ট্রেনের শব্দে জনসংখ্যা বাড়েহঠাৎ করে রেল লাইনের পাশের এক গ্রামে অস্বাভাবিকভাবে জনসংখ্যা বাড়তে লাগল! এ বিষয়ে তদন্ত করা হলো। তাতে স্থানীয়রা জানায়, জনসংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ ভোর ৪টার নতুন ট্রেন! ট্রেনের শব্দে ওই সময় ঘুম ভাঙার পর নাকি দ্বিতীয় বার আর ঘুমানো যায় না। তাই অস্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়েই চলেছে!
এসইউ/জেআইএম