দেশজুড়ে

দেনা-পাওনা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

সাতক্ষীরার শ্যামনগরে দেনা-পাওনা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আমিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম পার্শেমারি গ্রামের নাটা গাজীর ছেলে। ঘাতক রবিউল জোয়ারদার একই গ্রামের ওয়াজেদ জোয়ারদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে পার্শেমারি বাজারের একটি চায়ের দোকানে আমিরুল ইসলাম ও রবিউল জোয়ারদার নিজেদের মধ্যে দেনা-পাওনা নিয়ে কথা-কাটাকাটিতে লিপ্ত হন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এক পর্যায়ে রবিউল জোয়ারদার লাঠি দিয়ে আমিরুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আকরামুল ইসলাম/এমবিআর/জেআইএম