কিশোরগঞ্জের কটিয়াদীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকখালী গচিহাটা স্টেশনের মাঝামাঝি চান্দপুর-শিমুলকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
রেলওয়ে সূত্র জানায়, ২৫টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের মেলান্দহগামী সারবোঝাই একটি মালবাহী ট্রেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর চান্দপুর শিমুলকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে ট্রেনের একটি বগির চাকা লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই আব্দুল হান্নান ও রেলওয়ে নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারবোঝাই ট্রেনটির ১৮ নম্বর বগির চারটি চাকা লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পেছনের দিকের সাতটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত হওয়া বগি লাইনে তুলে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর রাত দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নূর মোহাম্মদ/এফএ/জেআইএম