ফরিদপুরের নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়। অন্যদিকে ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ঝপোরখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রের (তিন চাকার যান) যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, বরিশালগামী সাকুরা পরিবহন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় আলিফ মোল্যা (৩) নামের শিশুকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আলিফ ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের খায়রুজ্জামান টিটু মোল্যার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ঝপোরখালি এলাকায় জাহাঙ্গীর মিয়ার ইটভাটার কাছে সড়ক দুর্ঘটনায় এক মাহেন্দ্রযাত্রী নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, মাহেন্দ্রটি ফরিদপুর থেকে নগরকান্দার দিকে যাচ্ছিল। বুধবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ঝপোরখালি এলাকায় জাহাঙ্গীর মিয়ার ইটভাটার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে যায়।
এ ঘটনায় মাহেন্দ্র যাত্রী রেজাউল মোল্যা (৩৫), কৈতরী বেগম (৫৫) এবং মাহমুদুল (১৭) আহত হয়। গুরুতর আহত রেজাউল মোল্যাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এস এম ফরহাদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউল মোল্যা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের গয়জদ্দিন মোল্যার ছেলে।
বি কে সিকদার সজল/এমবিআর/এমকেএইচ