পাকিস্তানের কোয়েটায় বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে। খবর ডননিউজের।স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরান কোরেশি জানান, বন্দুকধারীদের ছোড়া গুলিতে হাজারা সম্প্রদায়ের আটজন নিহত হন। তিনি বলেন, ‘হামলাকারীরা এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।’লাশগুলো বোলান মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়েছে। কোরেশি জানান, ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেছেন তিনি।