জামালপুরে ১০ বছর বয়সী হিফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একই মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শিক্ষকের নাম মো. আলাউদ্দিন আলাল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতনের শিকার ওই মাদরাসা ছাত্রের বাবা বাদি হয়ে জামালপুর সদর থানায় শিক্ষক আলালের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেঙ্গারগড় মোজাদ্দেদীয়া আশরাফুল উলুম নুরানী মাদরাসার শিক্ষক মো. আলাউদ্দিনের জন্য মাদরাসার ৩নং কক্ষে খাবার নিয়ে যায় ওই ছাত্র। এ সময় কক্ষের জানালা বন্ধ করে ওই ছাত্রকে বলাৎকার করেন আলাল। এ ঘটনা কাউকে না বলার জন্যও তিনি ওই ছাত্রকে ভয়ভীতি দেখান।
পরদিন ঘটনা জানাজানি হলে স্থানীয়রা আলাউদ্দিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যার পর পুলিশ এসে তাকে আটক করে জামালপুর সদর থানায় নিয়ে আসে। শনিবার রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রের বাবা বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেন।
আসমাউল আসিফ/এমএসএইচ