দেশজুড়ে

নরসিংদীতে মদপানে ২ বন্ধুর মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় বিষাক্ত মদপান করে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে শাকিল (২২)। শাকিল স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। অপরজন বাঘাবো গ্রামের কবির মিয়ার ছেলে সুমন মিয়া (২২)। তিনি স্থানীয় বালু মহালের শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শাকিল ও সুমনসহ ৫-৬ বন্ধু নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকা থেকে মদ কিনে আনেন। পরে তারা মদপান করেন। এরপর তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। মদপান শেষে তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু একদিন পার হলেও তাদের ঘুম ভাঙছিল না।

শনিবার তাদের ডাকাডাকির পর সজাগ হলেও ভারসাম্য হারিয়ে ফেলেন। ওই সময় তাদের পেটে ব্যথা ও জ্বালাপোড়া শুরু হয়। অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের নরসিংদী হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠান। ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, নরসিংদীর বাজির মোড় থেকে মদ কিনে পান করেছেন তারা। এরপর দুইজন অচেতন অবস্থায় চলে যান। সজাগ হওয়ার পর তাদের পেটে ব্যথা শুরু হয়। পরে তাদের ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম