রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘সাজ্জাদ ভাই’ গ্রুপের পাঁচজনকে আটক করেছে র্যাব-২।
বুধবার সন্ধ্যা থেকে পরিচালিত অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- তাজুল ইসলাম (১৯), আমিন (১৮) ও সাইদ আফ্রিদি (১৮)। বাকি দুজনের বয়স ১৮ এর নিচে হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘সাজ্জাদ ভাই’ গ্রুপের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নামে নানা অপকর্ম চালিয়ে আসছিল।
কে কোন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এআর/বিএ