দেশজুড়ে

ডেঙ্গু কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলাম নামে মাদারীপুরের এক ফল ব্যবসায়ী মারা গেছেন। শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় সিরাজুল ইসলামকে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার সিরাজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মারা যান সিরাজুল।

শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোকাদ্দেস শাহিন বলেন, গত সোমবার সিরাজুল ইসলাম নামে এক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারিবারিক সূত্রে জানতে পারলাম আজ সকালে সিরাজুল ইসলাম মারা গেছেন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ