দেশজুড়ে

হত্যা মামলার আসামি আ.লীগ নেতার মুক্তি চান সভাপতি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজগর আলী।

সাবেক ছাত্রলীগ নেতা প্রবীর চন্দ্র ঘোষের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, জহিরুল ইসলাম, মুঞ্জুর হোসেন, তাঁতী লীগ নেতা আমজাদ হোসেন কচি, রুহুল আমিন, যুবলীগ নেতা লোকমান হোসেন পনির, প্রহল্লাদ চন্দ্র ঘোষ, জোবায়ের আহমেদ রনি, সাব্বির আহমেদ সামাউন, মাসুদ মিয়া, ছাত্রলীগ নেতা পীযূষ চন্দ্র ঘোষ, তকির আহমেদ অভি প্রমুখ। পরে একটি প্রতিবাদ মিছিল ওয়ার্ডের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

এর আগে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভা থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষকে ব্যবসায়ী কৃষ্ণ হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস