বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে দুটি ফিশিং ট্রালারসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার বিকেলে আটক জেলেদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক জেলেদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষ থেকে মোংলার দিগরাজ নৌঘাঁটির কর্মকর্তা এসএম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেছেন।
আটকরা হলেন- হরিরঞ্জন, শুকুমার দাস, শ্রীমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিত সাহা, অনীল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রণব মণ্ডল, আপান্না, কালিপদ সামন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভূঁইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম, আপ্পানা। এসব জেলেদের বাড়ি ভারতের কলকাতার চব্বিশ পরগনা ও বিজয়নগর এলাকায়।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় নৌবাহিনী দুটি ট্রলারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করে। আটক জেলেদের শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। আইনি প্রক্রিয়া শেষে আটকদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ১৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী।
আরএআর/এমকেএইচ