দেশজুড়ে

কুষ্টিয়ায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শামীম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শামীম দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই উপজেলার ইমরান হোসেন নামে এক কলেজছাত্র মারা যান।

শামীমের বাবা রফিকুল বিশ্বাস বলেন, শামীম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন্নাহার জানান, ডেঙ্গু আক্রান্ত শামীমকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এর আগে দৌলতপুর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা যান।

আল-মামুন সাগর/আরএআর/এমএমজেড/জেআইএম