দেশজুড়ে

ঈশ্বরদীতে মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

পাবনার ঈশ্বরদীতে মায়ের ওপর অভিমান করে পিয়ন্তী খাতুন (১৬) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পিয়ন্তী ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে এবং ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পড়ালেখা-সংক্রান্ত বিষয়ে পিয়ন্তীর মা তাকে বকাবকি করে। আর সেটা সহ্য করতে না পেরে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলাউদ্দিন আহমেদ/এমবিআর/এমকেএইচ