দেশজুড়ে

রেললাইনের পাশে মিলল লাশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের কয়েলগাতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রেললাইনে হাঁটার সময় ওই ব্যক্তির মরদেহ দেখতে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।

সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হায়দার সরকার বলেন, কামারখন্দের কয়েলগাতী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা হচ্ছে- রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস