গাজীপুর মহানগরীর মীরেরগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে শুধু নীল জিন্সের প্যান্ট রয়েছে।জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জাগো নিউজকে জানান, ঢাকা-রাজশাহী রেলরুটের মীরেরগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি গুরুতর আহত হন।তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই মারা যান। বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মো. আমিনুল ইসলাম/এমজেড/বিএ