ফেনীতে লাংকা পাওয়ার লিমিটেডের নির্মিতব্য একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে মো. মাসুম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় রায়হান নামের আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর শহর সংলগ্ন পাগলা মিয়া সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে লংকা পাওয়ারের ফেনীর প্রকল্পে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজে নিয়োজিত ছিলেন।
কর্মরত শ্রমিক ও স্থানীয়রা জানান, মঙ্গলবার পাগলা মিয়া সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছিল। এ সময় একটি খুঁটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মাসুম ও রায়হান খুঁটির নিচে চাপা পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রায়হানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতাল পুলিশ কেন্দ্রের ইনচার্জ এসআই জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাশেদুল হাসান/এমবিআর/এমএস