হবিগঞ্জ ও মাগুরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
হবিগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল হাসান।
মাগুরার ডিসি হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব আশরাফুল আলম। এদিকে হবিগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা উপসচিব মাহমুদুল কবির মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে। এ ছাড়া মাগুরার ডিসি মো. আলী আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
আরএমএম/এসআর/এমএস