দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির নির্মাণাধীন বিদ্যুতের সাবস্টেশনের ছাদ ধসে দুই কিশোর শ্রমিক নিহত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ফুলবাড়ী উপজেলার বালিপাড়া গুচ্ছগ্রামের আকাশ ইসলাম (১৬) ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায় (১৭)।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়পুকুরিয়া কয়লাখনি সূত্রে জানা যায়, খনির ভেতরে বিদ্যুতের সাবস্টেশনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় তিনজন নির্মাণ শ্রমিক নিচে সাটারিংয়ের খুঁটি ঠিক করছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ঢালাইসহ সাটারিং ধসে পড়ে। এতে তিন শ্রমিক নিচে চাপা পড়ে। এ সময় একজন শ্রমিক বের হয়ে আসতে পারলেও আকাশ ইসলাম ও প্রশান্ত রায় নামে দুইজন আটকা পড়ে।
এছাড়াও ঢালাইয়ের সময় ওপরে থাকা সাতজন শ্রমিক আহত হন। পরে খবর পেয়ে দিনাজপুর, পার্বতীপুর ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। তারা আকাশ ইসলাম ও প্রশান্ত রায়কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমদাদুল হক মিলন/আরএআর/এমএস