দেশজুড়ে

বাগেরহাটে ডোবা থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে একটি ডোবা থেকে চুন্নু চৌধুরী (৪৮) নামের স্থানীয় এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুন্নু চৌধুরী উপজেলার চুনখোলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিলেন।

চুনখোলা ইউপি চেয়ারম্যান ও মোল্লাহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন জানান, চুন্নু চৌধুরী সিংগাতি এলাকার গ্রামের বাড়িতে একাই থাকতেন। তার দুই স্ত্রী মধ্যে একজন গোপালগঞ্জে ও অপরজন ঢাকায় বসবাস করেন। দুপুরের পর তার মরদেহ ডোবায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, খবর পয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শওকত আলী বাবু/এমবিআর/জেআইএম