ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা প্রবীণ সাংবাদিক আহম্মেদ ফিরোজ (৬২) আর নেই। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আহম্মেদ ফিরোজ মৃত ফজলুর করিম ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। ৯ ভাই ও বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তার মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিম ঘরে রাখা হবে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বাদ জোহর অম্বিকা ময়দানে জানাজা শেষে শহরের আলীপুর কবরাস্থানে দাফন সম্পন্ন করা হবে।
আহমেদ ফিরোজ দৈনিক মিল্লাত, দৈনিক দিনকালসহ বিভিন্ন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
আহমেদ ফিরোজের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, শহর আ.লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ভোরের প্রত্যাশা পরিবারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।
বি কে সিকদার সজল/এমএএস/জেআইএম