দেশজুড়ে

দৃষ্টি প্রতিবন্ধীদের অনুষ্ঠানে যাননি ডিসি-এসপি

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখা আয়েজিত অনুষ্ঠানে যাননি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), পৌর মেয়রসহ আমন্ত্রিত অতিথিরা। এতে চরম মর্মাহত হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।

গত ১৫ অক্টোবর ছিল ৫১তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি পালন করতে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে র্যালি ও শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিশেষ অতিথি পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুর রহমান শেখ, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. কামাল হোসেন ও শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রশিদ সরদারকে। কিন্তু অতিথিরা কেউ অনুষ্ঠানে আসেননি। এতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় সভাপতি দৃষ্টি প্রতিবন্ধী মো. আইউব আলী হাওলাদারকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়। তিনি বলেন, যেই অতিথিদের দাওয়াত করেছিলাম তারা কেউ আমাদের অনুষ্ঠানে আসেননি। তাই আমরা নিজেরাই প্রধান অতিথি, বিশেষ অতিথি, নিজেরাই শ্রোতা।

আইউব আলী হাওলাদার বলেন, বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। দিবসটি অত্যান্ত গুরুপ্তপূর্ণ। দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি দেখলে তাদের নিশ্চিন্তে পথ চলার জন্য সাহায্য করতে হবে ও তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে এ দিবসটি পালন করি। তবে আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা আজ মর্মাহত। কারণ আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আসার কথা থাকলেও আসেননি। তাই আমরাই অনুষ্ঠানের সব। যদি আমরা আমাদের সম্মান করি তাহলেই চলবে। আমরাতো আমাদের অনুষ্ঠানটি করলাম। আমরা সকল কিছু পরিচালনা করতে পারি। আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা যে পারি সেটা আজ প্রমাণ করলাম। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য নুরে আলম খান, মাদারীপুর জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু আলেম মাদবর, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ছগির হোসেন/আরএআর/এমকেএইচ