দিনাজপুরে জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৫ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গড় অনুপস্থিতির হার ২.৪০ শতাংশ। অপরদিকে অসদুপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৪২ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। কিন্তু ২ লাখ ৩৬ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ৫ হাজার ৮২৪ জন। যা গতবার ছিল ৫ হাজার ৫৬৬ জন। যা গতবারের চেয়ে ২৫৮ জন বেশি। গতবার অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৩১ শাতাংশ এবার তা বেড়ে হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।
দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্য অনুয়ায়ী রংপুরে ১ হাজার ৫৬২ জন, গাইবান্ধায় ৭৩০ জন, নীলফামারীতে ৩১১ জন, কুড়িগ্রামে ৭৫৭ জন, লালমনিরহাটে ৪২০ জন, দিনাজপুরে ৭৮৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫৫১ জন, পঞ্চগড়ে ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। কুড়িগ্রামে অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি অনুপস্থিত রয়েছে বিভাগীয় শহর রংপুর জেলায়।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করে জানান, কথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ