ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার খড়িয়ালা এলাকার একটি পরিত্যক্ত চাতালকল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমন ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে খড়িয়ালার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি চাতালকলে সুমনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বুকে এবং পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী হাওয়া বেগম সাংবাদিকদের জানান, আগে মাদক ব্যবাস করলেও সুমন এখন রিকশা চালায়। শনিবার রাতে একজন ফোন করে জানান তার স্বামীকে হত্যা করা হয়েছে। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, আমাদের ধারণা সুমনের সহযোগীরাই তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আজিজুল সঞ্চয়/এমবিআর/পিআর