দেশজুড়ে

ছাত্রলীগ নেতাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২ নভেম্বর অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজটোয়েন্টিফোর.কম-এ ‘প্রকৌশলীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার কুপ্রস্তাব’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ কাউছার।

গতকাল সোমবার রাতে জাগো নিউজে পাঠানো প্রতিবাদলিপিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগটি বানোয়াট বলে দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে কাউছার বলেন, আমার বিরুদ্ধে আনা প্রকৌশলী গোলাম হাক্কানীর স্ত্রী নিশাত বেগমকে উত্ত্যক্ত করা ও কুপ্রস্তাব দেয়ার অভিযোগটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনই গোলাম হাক্কানীকে হুমকি দেইনি। নিশাত বেগমকে কোনো দিন আমি আকার-ইঙ্গিতে উত্ত্যক্ত কিংবা কুপ্রস্তাব দেইনি। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে সমাজ ও পরিবার-পরিজনের কাছে হেয়প্রতিপন্ন করার জন্যই এ অভিযোগ করেছে।

প্রতিবেদকের বক্তব্য : ছাত্রলীগ নেতা কাউছারকে নিয়ে প্রকাশিত সংবাদটি সদর মডেল থানায় করা প্রকৌশলী হাক্কানীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে করা হয়েছে। অভিযোগের কপি প্রতিবেদকের হাতে রয়েছে। এছাড়া সংবাদটিতে অভিযুক্ত কাউছারসহ সংশ্লিষ্ট সবার বক্তব্য রয়েছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম