ক্যাম্পাস

ইবির ক্রিকেট মাঠ এখন বাস টার্মিনাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্রিকেট মাঠকে যে কেউ বাস টার্মিনাল বলে ভুল করে বসতে পারেন। ভালো করে তাকালে বাসগুলোর সামনে লেখা ‘ভর্তি পরীক্ষার্থী’ দেখে হয়তো এ ভুল ভাঙবে। সারি সারি দাঁঢ়িয়ে থাকা এসব বাসের কাছে গিয়ে দেখা যায় অধিকাংশই যাত্রীশূন্য। এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এসব বাস।

চট্টগ্রাম থেকে আসা একটি বাসের চালক জানান, ‘কদমতলী এলাকার একটি কোচিং সেন্টার তাদের এ বাসটি রিজার্ভ করে নিয়ে এসেছে। বাসে ৪৪ জন ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবক এসেছেন। পরীক্ষা শেষ করে আজই (বুধবার) তারা চলে যাবেন। ভাড়া নিয়েছেন ৬০ হাজার টাকা।’

রংপুর থেকে আসা এক অভিভাবক জানান, ‘মেয়ের ইচ্ছা ছিল বুয়েটে পড়ার। কিন্তু সেখানে চান্স না হওয়ায় নিজেই তাকে সব বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাচ্ছি পরীক্ষা দেয়ার জন্য। রংপুরের বেশ কয়েকজন অভিভাবক মিলে বাসটি রিজার্ভ করে এসেছি। ৪৫ আসনের বাসে মোট ৩২ জন এসেছি। খরচ একটু বেশি হলেও মেয়ে চান্স পেলে কোনো কষ্ট থাকবে না।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত সোমবার। ইতোমধ্যে দুই দিনে ৩ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। বুধবার শেষ দিনে আজ চার শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এই ইউনিটে তিনটি অনুষদের অধীন ১১টি বিভাগে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ১৫২ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ৪২ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছে। এ জন্যই এসব বাসের আগমন। কেন্দ্রীয় ক্রিকেট মাঠ সংলগ্ন বেশ কয়েকটি ছাত্র হল থাকায় পরীক্ষার্থীদের ফ্রেশ হওয়া ও খাওয়া-দাওয়ার সুবিধার্থে ওই স্থানে বাসগুলো রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমএমজেড/জেআইএম