ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাতক্ষীরায় গাছ চাপা পড়ে আহত নেছার আলী সরদার (৫৫) মারা গেছেন। সোমবার সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
নেছার আলী সরদার সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দি গ্রামের বাসিন্দা। ওইইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জাগো নিউজকে জানান, রোববার ভোররাতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে নেহার আলীর ঘরের উপর একটি গাছ উপড়ে পড়ে। এ সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে স্থানীয়রা গাছ ও খাট কেঁটে তাকে বের করে তালা হাসপাতালে নিয়ে যায়।তিনি আরও বলেন, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে পৌঁছনোর আগেই পথে মারা যান নেছার আলী।
তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন বলেন, ঝড়ের সময় একটি গাছ নেছার আলীর ঘরের ওপর উপড়ে পড়ে ও একটি ডাল তার বুকের মধ্যে ঢুকে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
আকরামুল ইসলাম/এমএমজেড/এমকেএইচ