দেশজুড়ে

মান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় রুবেল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার সাবাই হাটের ফয়েজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল হোসেন মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর কেশরহাট থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। অপরদিকে নওগাঁ থেকে একটি মালবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চৌদ্দমাইল নামক স্থানে ব্রিজের পাশে ট্রাকটি মোটরসাইকেল আরোহী রুবেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহতাবস্থায় রুবেলকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আব্বাস আলী/জেডএ