দেশজুড়ে

বাবার কর্মস্থলের পাশেই সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের অদূরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান পায়েল (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পায়েল কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের এসআই মো. বজলুর রহমানের ছেলে। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা ইউনিয়নের জায়দাবাদ খিলগাঁও গ্রামে। তিনি কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, দুপুর পৌনে ১২টার দিকে শহরের পুলিশ লাইন্সের অদূরে বড়পুল এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পায়েল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এমবিআর/জেআইএম