গুজব ছড়িয়ে পটুয়াখালীতে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় তিন দোকানদারকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দ্বিগুণ দামে লবণ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন দোকানদারকে আটক করা হয়। তারা হলেন পুরান বাজার এলাকার ব্যবসায়ী সায়েম মাঝি, দ্বিপক কুমার দাস ও মো. ফারুক খান।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন বলেন, লবণ নিয়ে গুজব প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশ। বিকেলে শহরের পুরান বাজার এলাকায় বেশি দামে লবণ বিক্রি করায় তিন দোকানদারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনগণকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানান তিনি।
এদিকে, বিকেলে কলাপাড়া উপজেলায় দ্বিগুণ দামে লবণ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় নূর স্টোরকে ৩৫ হাজার ও সুনীল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম