দেশজুড়ে

ফজরের নামাজ পড়ে বের হতেই বৃদ্ধকে ছুরিকাঘাত

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের শীবরামপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুক্তার মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে শীবরামপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার মোল্যা একই গ্রামের মৃত আব্দুল জলিল মোল্যার ছেলে।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জাগো নিউজকে জানান, শীবরামপুর গ্রামের দুটি সামাজিক দলের নেতৃত্বদানকারী জাফর বিশ্বাস ও আক্তার বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য পুলিশ আগামী সোমবার মহম্মদপুর থানায় উভয় পক্ষকে ডেকেছে। এরই মধ্যে শনিবার ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর আক্তার বিশ্বাসের দলের সমর্থকরা পূর্বপ্রস্তুতি নিয়ে জাফর বিশ্বাসের সমর্থক মুক্তার মোল্যাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় মুক্তার মোল্যাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তারিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাফাত হোসেন/আরএআর/জেআইএম