দেশজুড়ে

নারায়ণগঞ্জে ইজিবাইক চালক খুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হারুন (২৭) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। তবে পরিবারের অভিযোগ, হারুনকে বাড়ি থেকে তার বন্ধুরা ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট সংলগ্ন মুড়ি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত হারুন ময়মনসিংহের ফুলপুর থানার ভাসাটি এলাকার ইমান হোসেনের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে ফতুল্লার শাসনগাঁও শাহী মসজিদ এলাকার গনি মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

হারুনের বোন জানান, অটোরিকশা (ইজিবাইক) চালিয়ে সংসার চালাতেন হারুন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধুরা ফোন করে ডেকে নিয়ে যায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাত সাড়ে ৮টায় বাসা থেকে বের হয়ে যান হারুন। পরে রাত ১০টায় বক্তাবলী ঘাট এলাকাতে ইজিবাইকের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হারুনের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

মো. শাহাদাত হোসেন/এমএসএইচ