দেশজুড়ে

নারায়ণগঞ্জে ইজিবাইক চালক হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হারুন (২৭) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) নিহতের স্ত্রী শারমিন বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাটি করেন। এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বাসা থেকে বের হয়ে যায় হারুন। আর ১০টায় ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট এলাকার মুড়ির ফ্যাক্টরির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বক্তাবলী ঘাট এলাকাতে ইজিবাইকের (অটোরিকশা) মধ্যেই তার মরদেহ পড়ে ছিল। তার বুকে ধারালো অস্ত্রের (ছুরি) আঘাতের চিহ্ন রয়েছে। নিহত হারুন ময়মনসিংহের ফুলপুর থানার ভাসাটি এলাকার ইমান হোসেনের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে ফতুল্লার শাসনগাঁও শাহী মসজিদ এলাকার গনি মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতের স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলটির তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মো. শাহাদাত হোসেন/এমএসএইচ