দেশজুড়ে

রূপপুরের জন্য ৩শ কোটি টাকায় হচ্ছে নতুন রেললাইন

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে মালামাল পরিবহনের জন্য প্রায় ৩শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন রেলপথ। ব্রিটিশ আমলের বিনা পয়সার ট্রেন 'পাইলট' চলাচলের পরিত্যক্ত রেললাইন সরিয়ে সেখানে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এ প্রকল্পের কাজ পরিদর্শন সন্তোষ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন। এ সময় তার সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা আসাদুল হক জানান, দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঈশ্বরদী-পাকশী পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মালামাল ও যন্ত্রপাতি পৌঁছাতে প্রায় তিনশত কোটি টাকা ব্যয়ে এ রেললাইন নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ প্রকল্পের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যে ২৬ দশমিক ৫২ কিলোমিটার নতুন রেললাইন হবে, তার মধ্যে ২২ দশমিক ০২ কিলোমিটার হবে মূল লাইন, আর ৪ দশমিক ৫ কিলোমিটার হবে লুপ লাইন।

এছাড়া ১৩টি লেভেল ক্রসিং গেট, একটি ‘বি’ শ্রেণির স্টেশন ভবন, একটি প্ল্যাটফর্ম এবং সাতটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।

পাকশী বিভাগীয় দফতরের প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, ২০২০ সালের জানুয়ারি মাসের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। মাটি ভরাট শেষে রেললাইন প্রস্তুত করে বসানোর পর পাথর ফেলার কাজ শেষের দিকে। তবে কয়েকটি লেভেল ক্রসিং গেট করতে নির্ধারিত সময় থেকে আরও কিছু সময় লাগতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ, প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আহছান উল্লা ভূঞা, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় ভারপ্রাপ্ত বাণিজ্যিক কর্মকর্তা মাসুদ সরোয়ার, বিভাগীয় প্রকৌশলী-১ মো. মনিরুজ্জামান মনির, বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী খাইরুল ইসলাম, সংকেত ও টেলিকম প্রকৌশলী রুবাইয়াত শরীফ প্রান্ত প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এমএমজেড/এমকেএইচ