নতুন রূপে সাজানো হয়েছে রাজধানীর বাসাবো মাঠ। এখন মাঠটির চেহারাই বদলে গেছে। সেখানে লাগানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা বারমুডা প্রজাতির ঘাস, চারদিকে আছে নানা ফুলের গাছ। ৯টি ঝর্নার মাধ্যমে মাঠের ঘাসে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। বড় দর্শক গ্যালারি, চারদিকে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, পাশেই আধুনিক শৌচাগার।
৪ দশমিক ৩৬ বিঘা জমির ওপর নির্মিত মাঠটি আধুনিকায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আধুনিকায়ন করার পর পার্কটির নাম দেয়া হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক’।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন পার্কটির উদ্বোধন করেন।
মেয়র বলেন, জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় আমরা ১২টি মাঠ ও ১৯টি পার্কের দৃশ্য বদলে দিয়েছি। আধুনিকায়নের মাধ্যমে এসব পার্ক ও খেলার মাঠ আন্তর্জাতিক মানের করা হচ্ছে। এই পার্কে লাগানো ঘাস বিদেশ থেকে আনা হয়েছে। আমরা চেষ্টা করছি উন্নয়ের ধারা অব্যাহত রাখতে। ঢাকা শহরকে পার্ক-মাঠের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে সব রাস্তায় এলইডি বাতির মাধ্যমে আলোকিত করা হয়েছে। ডিএসসিসির আওতাধীন এলাকায় ৮৫ থেকে ৯০ শতাংশ রাস্তা চলাচলের উপযোগী হিসেবে কাজ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্কের পাশাপাশি বাসাবো কমিউনিটি সেন্টার ও তরুণ সংঘের ছয় তলাবিশিষ্ট ভবনেরও উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়নকাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাসাবো তরুণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন দাস, সাধারণ সম্পাদক মাসুদ হোসেন শামিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
এএস/এমএসএইচ/পিআর