ঝালকাঠিতে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের সদস্যরা বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে আছেন।
আহত বৃদ্ধের নাম মো. ফরিদ উদ্দিন মল্লিক (৬০)। তিনি বরগুনার বেতাগী উপজেলার নেয়ামতি এলাকার দেশান্তরকাঠি গ্রামের মৃত মানিক মল্লিকের ছেলে। ফরিদ উদ্দিন মল্লিক দীর্ঘদিন যাবৎ মানসিক রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন।
তার স্ত্রী মোসাম্মত নুরজাহান বেগম (৪৫) জানান, গত ২২ নভেম্বর ফজরের নামাজের সময় নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। হারিয়ে যাওয়ার পর থেকে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল পর্যন্ত বিভিন্ন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন তারা। তার আত্মীয়রা ফেসবুকে খবর জানতে পেরে তাকে জানালে তিনি দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে চলে আসেন।
হাসপাতালে সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ঝালকাঠি সদর হাসপাতালে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে পাওয়া যায়। পথচারীরা সদর উপজেলার বাষন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ এলাকার কোনো রাস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ দেখে তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন।
আতিকুর রহমান/আরএআর/এমএস