দেশজুড়ে

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার বেড়ায় আগুন পোহাতে গিয়ে এক ভবঘুরে বৃদ্ধা (৬৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আমিনপুর থানার নগরবাড়ী ঘাটের কাছে প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘাটে।

স্থানীয়দের বরাত দিয়ে আমিনপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, ওই বৃদ্ধা বেশ কিছুদিন ধরে নগরবাড়ী ঘাটে ভবঘুরে অবস্থায় ছিলেন। সকালে ঘাটের পাশে প্রতাপুর গ্রামে তার গায়ে আগুন লাগা দেখে আশপাশের লোকজন ছুটে যান। তারা গিয়ে আগুন নেভান। তখন ওই বৃদ্ধা জানান, তার বাড়ি রাজবাড়ী জেলায়। এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং কিছুক্ষণ পর মারা যান।

তিনি আরও জানান, পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছায়। ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা ও পরিচয় জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একে জামান/আরএআর/এমকেএইচ